Header Ads

Latest news! Latest news! Autoupdate24 Latest news! Latest news!
রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ। এজিএম পদে চাকরি দেবে কাজী ফার্মস। মেঘনা গ্রুপে অফিসার পদে চাকরি। জাগো জবস ঢাকায় চাকরির সুযোগ দেবে বাংলালিংক। অভিজ্ঞতা ছাড়া চাকরি দিচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল। ম্যানেজার পদে চাকরি দেবে এসএমসি।

ইট ভাটায় কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পাচঁ জনের



স্টাফ রিপোর্টার : তারিকুল ইসলাম 

অটো আপডেট ২৪, অনলাইন নিউজ ডেস্ক ;

পলাশবাড়ীর বিটিসি ৩২মাইল নামক স্থানে BEB ইটের ভাটাতে কাজ করার সময় বজ্রপাতে পাচঁ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।


সরেজমিনে গিয়ে জানা যায়, ইট ভাটায় কাজ করার সময় বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি শুরু হলে ইট ভাটার শ্রমিকরা টিনের তৈরি একটি ছাউনিতে আশ্রয় নেয়। 


এ সময় সেই ছাউনিতে বজ্রপাত হলে ইটভাটার চার(৪) শ্রমিকসহ মোট পাচঁ জন নিহত হয়। নিহতদের সকলেই পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার ঈদুলপুর ইউনিয়নের বাসিন্দা, তাদের মধ্যে ৩জন চকনদী গ্রামের বাসিন্দা।


নিহতরা হলেন ঈদুলপুর ইউনিয়নের সনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল(৬০) , একই ইউনিয়নের চকনদী গ্রামের আয়তাল মিয়ার ছেলে রাসিদুল (২৮), একই গ্রামের আলামিন মিয়ার ছেলে শাহাদত মিয়া(২২), একই গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া(২০) অপর জন তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২৫)


নিহতদের মধ্যে চারজন ইটভাটার শ্রমিক, অপর একজন (আব্দুল জলিল) গরুর ঘাস কাটার জন্য ঘটনাস্থলে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

No comments:

Powered by Blogger.