গাইবান্ধা-৫ উপনির্বাচন: আওয়ামী লীগ ছাড়া বাকীদের ভোট বর্জন
অটো আপডেট২৪ ;
অনিয়মের অভিযোগ এনে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ছাড়া অন্য সব প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও সৈয়দ মাহবুবুর রহমানের ভোট বর্জনের ঘোষণা দেন।
এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। দেশে প্রথম বারের মতো সব কেন্দ্রে একযোগে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে এই সংসদীয় আসনের নির্বাচনে। এই নির্বাচনে ঢাকা থেকে ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছে ইসি। সিসি ক্যামেরায় অনিয়ম দেখে বেলা সাড়ে ১১টার মধ্যেই ১৪৫টি কেন্দ্রের মধে ৪৩টিতে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হয় এই আসন।
No comments: