অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ফ্রি ওয়েব সাইট কিভাবে খুলবেন।
How to create a free website by the Android phone.
October 21, 2018 25
প্রিয় বন্ধুরা সালাম ও বসন্তের শুভেচ্ছা নেবেন। আলহামদুলিল্লাহ সবাই মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। এই টিউটোরিয়াল তৈরি করার মূল কারন হলো সহজে মোবাইল দিয়ে কিভাবে ওয়েব সাইট খুলতে হয়। বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির, তাই ঘরে বেকার বসে থাকার চেয়ে যদি আপনি একটি ওয়েবসাইট খুলে ইনকাম শুরু করেন তাহলে আপনার সাথে আর কে আছে বলুন!। যদি আপনার একটি মানসম্মত ওয়েব সাইট থাকে তবে আপনি তাদের থেকে আলাদা যাদের ওয়েবসাইট নেই। যদি কিছুও না জানের তবুও ওয়েবসাইট সম্পর্কে আপনার কিছুটা ধারণা হবেই।
ওয়েবসাইট কেন তৈরি করবেন?
Why to make a website?
আপনার কারিগরী জ্ঞান, বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক মনোভাবগুলো পুরো বিশ্ববাসীর কাছে পৌছানোর একটি বড় প্লাটফর্ম। ফ্রি টাইম বা অবসর সময়ে তথ্য বা বাস্তবমুখী লেখা পাবলিশ করলে আপনার মেধা লেখনীর টাইটেল হ্যাবিট হবে। এক পর্যায়ে যদি ভালো মনোমুগ্ধকর কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। যেটি ভিজিটরগণের চাহিদার উপর প্রভাব পরবে। আর ভিজিটর বৃদ্ধি হওয়া মানেই তো আপনার ইনকাম শুরু হওয়া।
যাই হোক আসল কথায় আসি,
So that, come to the main point.
ওয়েব সাইট হচ্ছে ইন্টারনেটের এমন একটি জনপ্রিয় সাইট যেখানে ফটো, অডিও , ভিডিও এবং কন্টেন্ট বিভিন্ন পেইজ আকারে সাজিয়ে রাখা হয়।
যদি ওয়েব পেইজ বা সাইট খুলতে চান তাহলে এরকম অনেক ওয়েব সাইট আছে। তার মধ্যে সেরা হচ্ছে wordpress.com এবং blogspot.com
আপনার মনে প্রশ্ন জাগতে পরে কোনটি ভালো ওয়ার্ডপ্রেস নাকি ব্লগস্পট? এই দুটির মাধ্যে আমি ব্লগস্পট বেছে নিয়েছি। আমার কাছে blogspot.com ভালো মনে হয়েছে তার কারণ হলো এটা গুগলের সাথে সরাসরি যুক্ত এমনকি গুগলের একটি প্রোডাক্ট। এটি গুগল এডসেন্সে সংযুক্ত করা খুব সহজ এবং সিকিউরিটি সার্ভিস ভালো। তবে আমি ওয়াডপ্রেসকেও খারাপ বলছি না। আপনার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন।
এখন আমরা শিখব blogger -এ কিভাবে একাউন্ড খুলতে হয়।
প্রথমে আপনাকে Google Chrome ব্রাউজার ওপেন করুন। তারপর উপরে ডান কোনারে তিন ফোটা যুক্ত চিহ্নের উপরে ক্লিক করে Request to desktop site ট্যাপে ক্লিক করে আপনার ব্রাউজারকে কম্পিউটার মুড করে নিন। এখন সার্চবারে লিখুন www.blogger.com. তারপর আপনার ইমেইল ও পাসওয়ার দিয়ে লগিন করুন। এবার নতুন পর্দা ওপেন হবে "create your blog or website" এখানে ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেইজ আসবে।
প্রথমে টাইটেলে আপনার ওয়েবসাটের টাইটেল নামটা দিন, তবে এটা যে কোন সময় পরিবর্তন করতে পারবেন। তারপর---- নিচে একটি ইউনিক ওয়েবসাইট নাম দিন, এটাই আপনার ওয়েবসাইটের নাম হবে। এটি আর পরিবর্তন করা যাবে না।
নাম সিলেক্ট করা হলে নিচে থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যান। হয়ে গেল আপনার ওয়েব সাইট।
এবার আপনাকে NeedMag.xml free থিম ডাউনলোড করে ইন্সটল করতে হবে restore & back up অপশন থেকে, তারপর কাস্টমাইজ করতে হবে আপনার মনের মত করে। ওয়েবসাইট খোলা হয়ে গেছে এখন আপনি সাইটটিকে সাজাবেন। পরবর্তী টিউটোরিয়ালে এসব বিষয়ে বিস্তারিত বলব।
ভালো থাকবেন ধন্যবাদ
No comments: