ফেসবুক পেইজ একদম ফ্রিতে বুষ্ট এবং প্রোমোট করুন তাও আবার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে
আপনার ফেসবুক পেইজ একদম ফ্রিতে বুষ্ট এবং প্রোমোট করুন তাও আবার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে।
ফেসবুক পেইজ -এর ভিজিটর, লাইক ও কমেন্ট বাড়ানোর জন্য বুষ্ট এবং প্রোমোট অনিবার্য। কারণ এর ফলে বিশ্ববাসীর দ্বারে আপনার তথ্য ও লিখনি পৌছাবো।
যদি আপনার ফেসবুক পেইজের পোস্টগুলো বুষ্ট এবং প্রোমোট করতে চান তাহলে অবশ্যই টাকা অথবা ডলার দিয়ে পয়েন্ট ক্রয় করতে হবে। পয়েন্ট অনুযায়ী আপনার পেইজের ক্যারিয়ার নির্ধারণ করবে। যত বেশি অর্থ খরচ করবেন তত বেশি পয়েন্ট পাবেন এবং ততই বেশি ভিজিটর পাবেন।
যদি আপনার কাছে এটা ব্যয়বহুল মনে হয় তাহলে আমার নির্দিষ্ট আর্টিকেলটি পড়ুন কাজে লাগবে।
আজ আমরা শিখব কিভাবে ফ্রি বা বিনামূল্যে ভিজিটর বাড়ানো যায়।
প্রথমে একটা ফেইসবুক একাউন্ট খুলতে হবে। তারপর page অপশনে গিয়ে create a facebook page এখান থেকে সুন্দর একটা নাম দিয়ে পেইজ খুলতে খুলুন। এখন আপনার ফেসবুক পেইজে চলে যান, সুতরাং ফ্রিতে ফেসবুক পেজ প্রমোট করতে হলে একটি ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের দরকার হয়। কিন্তু মোবাইল দিয়েও ডেস্কটপ মোড করে এটা করা যায়।
সুতরাং এই পোষ্ট থেকে আমরা শিখব কিভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে পেইজটিকে ফ্রিতে প্রমোট করতে করা যায়।
প্রথমে আপনি chrome browser চালু করুন৷ অতঃপর ব্রাউজার উপরে ডান কোনের একটা থ্রি ডট বাটন অপশন থেকে পেয়ে যাবেন, এখান থেকে Desktop site-এ টিক মার্ক দিন। এখন অটোমেটিক সেই ব্রাউজারটিকে ডেক্সটপ মোডে নিয়ে যাবে। তারপর www.facebook.com এই ওয়েব এড্রেস কে চেঞ্জ করে web.facebook.com এই অ্যাড্রেসে লগিন করতে হবে। এখন ফেসবুক পেইজ এর সেটিং অপশন এ চলে যান এবং এখান থেকে Genarel অপশনে ক্লিক করলে একটি অপশন দেখতে পারবেন -“News feed audience and visibility for posts“
এই অপশনটিতে যদি আগে থেকে সিলেক্ট করা না থাকে তাহলে অপশনটি সিলেক্ট করুন তারপর সেভ করে বেরিয়ে আসুন। এবার আপনার ফেইসবুক পেইজে যেকোনো কিছু লিখুন যেটি আপনার পেইজের জন্য পাবলিশ করতে চান।
পোস্টটি লিখা হলে নিচের ‘Public ‘ অপশনে ক্লিক করলে, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, সেই অপশনগুলো থেকে ‘News Feed Targeting‘ অপশনটিতে ক্লিক করুন।
এবার ফেসবুক পেজ প্রমোট করার গুরুত্বপূর্ণ ধাপে আপনি এসে পৌঁছেছেন। নিচের দেওয়া প্রক্রিয়াগুলো একটু মনোযোগ সহকারে পড়ুন তারপর নিয়ে নিজেরা চেষ্টা করুন।
News Feed Targeting- অপশনটিতে ক্লিক করার পর প্রথম অপশনটি অর্থাৎ ’Interests‘ অপশনটিতে আপনি চাইলে আপনার পছন্দের টপিকগুলো যুক্ত করতে পারেন।
উদাহরণস্বরূপ আপনার পেইজটি যদি হয় কোন ব্লগার সম্পর্কযুক্ত তাহলে আপনি এখানে ব্লগ সার্চ করলে এই অপশনটি পেয়ে যাবেন’ এবং অপশনটিতে ক্লিক করার পরে তা যুক্ত হয়ে যাবে।
আপনি চাইলে অনেকগুলো অপশন যুক্ত করতে পারেন, তাছাড়া অপশনগুলো যুক্ত করার কয়েকটি ভালো গুণ আপনার পেজের মধ্যে পড়বে।
আপনি চাইলে Entertainment, Music, Blogger, Video, Educational, Lifestyle সহ আপনার পছন্দের টপিকগুলো যুক্ত করতে পারেন।
‘Age‘ অপশনটি সম্পর্কে আমি আপনাকে রিকমেন্ড করব, এখানে যেই ডিফল্ট বয়স নির্ধারণ করা হয়েছে সেটাই থাকুক, এটি পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। এরপর ‘Gender‘ অপশনটি মেইল এবং ফিমেল দুটি করে দিন! এখান থেকে All সিলেক্ট করুন। এরপর ‘Location ‘ অপশনটিতে আপনি যে দেশগুলোকে টার্গেট করছেন সেই দেশগুলোর একটি একটি করে সার্চ দিন এবং সিলেক্ট করুন। এখানে যতগুলো দেশ সিলেক্ট করবেন আপনার পোস্টটি ততগুলো দেশের মানুষের কাছে পৌঁছে যাবে।
‘Language ‘ অপশনটিতে আপনার স্ট্যাটাসে ভাষা অনুযায়ী সিলেক্ট করুন। তাছাড়া আপনি যে যে দেশে আপনার পোস্টটি প্রমোট করার জন্য সিলেক্ট করেছিলেন, সেই দেশের ভাষা অনুযায়ী এটি সিলেক্ট করুন। আপনি চাইলে Bengali, English all Hindi ইত্যাদি ভাষা সিলেক্ট করতে পারেন. তারপর সেভ করে বেরিয়ে আসুন।
তাহলে আপনি দেখতে পারবেন ’News Feed Targeting’ অপশনটি সিলেক্ট করা হয়ে গেছে, এবার যেকোনো একটি পোষ্ট লিখে তা আপনার ফেসবুক পেইজে পাবলিশ করুন। আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক পেইজে স্ট্যাটাসটি অনেক বেশি মানুষ দেখতে পেরেছে। অর্থাৎ পোস্টটির রিচড হওয়া মানুষের সংখ্যা অনেকাংশে বেড়ে গেছে।
এর মানে হল আপনি সফলভাবে আপনার ফেসবুক পেইজ থেকে ফ্রিতে প্রমোট- বুষ্ট করতে পেরেছেন।
এই সেটিং গুলো আপনাকে প্রত্যেকবার পোস্ট করার আগে করতে হবে না, আপনি একবার যদি এগুলো সফলভাবে করে ফেলেন তাহলে আপনি আজীবন আপনার ফেসবুক পেইজে পোস্ট করতে পারবেন। এবং এটি অটোমেটিকলি বুষ্ট হয়ে যাবে!!
যদি এটা দিয়ে কাজ না হয় তাহলে আরও অনেক কৌশল রয়েছে। যদি আমি আপনাদের রেসপন্স পাই অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালে লিখতে বসব ইনশাআল্লাহ। তাহলে আজ আর নয় আল্লাহ হাফেজ।
Hi
ReplyDelete