Header Ads

Latest news! Latest news! Autoupdate24 Latest news! Latest news!
রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ। এজিএম পদে চাকরি দেবে কাজী ফার্মস। মেঘনা গ্রুপে অফিসার পদে চাকরি। জাগো জবস ঢাকায় চাকরির সুযোগ দেবে বাংলালিংক। অভিজ্ঞতা ছাড়া চাকরি দিচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল। ম্যানেজার পদে চাকরি দেবে এসএমসি।

সিরাপ সিনকারা ® syrup CINKARA ®


সিরাপ সিনকারা ®

syrup CINKARA ®

বিশ্ব বিখ্যাত ফ্যামিলি টনিক


www.autoupdate24.blogspot.com


উপাদানঃ প্রতি ৫ মিলিতে আছে-

Daucus carrot (গাজর)      ২০০ মিগ্রা
Phyllanthus emblica (আমলকী)    ১০০ মিগ্রা
Aquileia agallocha (আগর)        ৫০ মিগ্রা
Amomum subulatum (বড় এলাচ)       ৫০ মিগ্রা
Cariandrum sativum (ধনিয়া)      ৫০ মিগ্রা
Cyprus rotundas (নাগরমুথা)       ৫০ মিগ্রা
Elettaria cardamomum (ছোট এলাচ)    ৫০ মিগ্রা
Eugenia caryophyllus (লবঙ্গ)    ৫০ মিগ্রা
Nardostachys jatamansi (জটামাংসী)    ৫০ মিগ্রা
Zingiber zerumbet (একাঙ্গি)    ৫০ মিগ্রা
Cinnamomum zeylanicum(দারুচিনি)   ৫০ মিগ্রা
Rosa damascene (গোলাপ ফুল)    ৫০ মিগ্রা
Santalum album (শ্রেত চন্দন)             ৫০ মিগ্রা
Ocimum sanctum (তুলসী)   ৫০ মিগ্রা
Usnea longissima (শৈলজ)    ৫০ মিগ্রা

নির্দেশনা সমূহঃ

পরিশ্রম সাধ্য বায়াম-

সিনকারা খেলাধূলা ও ব্যায়াম পরবর্তী শরিরের প্রয়োজনীয় উপাদান যোগান দেয়। অধিকন্তু সিনকারা বাড়তি শর্করা চাহিদার যোগান দেয় যা সংগৃহীত শক্তি যোগান দেয় যা সংগৃহীত শক্তি হিসেবে শরিরে জমা থাকে। পরিশ্রম ও ব্যায়ামের সময় শরীর তা ব্যবহার করে। দৌরবিদ, দীর্ঘল্ফবিদ, সাঁতারু, দীর্ঘ দূরত্বের দৌরবিদ, ভার উত্তোলক, হকি ফুটবল, ক্রিকেট প্রভৃতি খেলোয়ারের জন্য সিনকারা অবশ্যই প্রয়োজন।

মানসিক চাপ ও দুর্বল অবস্থা-

সিনকারা বিপাক ক্রিয়াকে তাৎক্ষণিকভাবে এবং শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে।

ভিটামিন ঘাটতি-

সিনকারা শিশু, বয়স্ক, বৃদ্ধ সকলের ভিটামিন ঘাটতিজনিত রোগ প্রতিরোদক হিসেবে কাজ করে। এটা সব বয়সী লোকের জন্য প্রয়োজন। বিশেষকরে একান্ত পরিস্থিতিতে কেউ প্রতিকূল অপুষ্টিকর অভ্যাসে অভ্যাস্ত হয়ে যায়, তার জন্য সিনকারা আবশ্যক।

সংক্রামন প্রতিরোধক-

সিনকারা কোষ-কলার উন্নতি বিধান করে তাই শরীরের সংক্রামণ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়।

গর্ভকালীন-

গর্ভকালীন সময়ে সিনকারা খুবই কার্যকরী ভূমিকা রাখে। ইহা শরীরে ভিটামিন সঞ্চিত রাখে এবং দুর্বলতার সময় ভিটামিন-এ'র অভাব পূরণ করে করে। ইহা গর্ভকালীন ও স্তন্য দানের সময় ভিটামিন-এ'র অধিক চাহিদা পূরণ করে।

দেহের ওজন বৃদ্ধি-

সবাই বয়সী লোকের ওজন হ্রাস প্রতিরোধের জন্য সিনকারা ব্যবহার করতে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়।

অদম্য মানসিক শক্তি বৃদ্ধি-

সিনকারা মনোসংযোগ ক্ষমতা এবং পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি করে ফলে শরীরের স্বাভাবিক অবস্থার উন্নতি হয়।

স্নায়ু দৌর্বল্য ও অবসাদ প্রবণতা-

ক্ষুধামন্দা, স্নায়ুদৌর্বল্য ও অবসাদগ্রস্ত হওয়ার প্রবণতা প্রভৃতির মতো যেসব কারনে উদ্দীপনা এবং শক্তির সন্নিবেশ প্রয়োজন সেসব অবস্থায় সিনকারা স্বাচ্ছন্দ্য ও মানসিক ক্ষিপ্রতা আনয়ন করে। ইহা ক্ষুধাহীনতা, মানসিক ও শারীরিক অবসাদ দূর করতে কার্যকারী ভূমিকা পালন করে।

অতিরিক্ত বিপাক-

অতিরিক্ত বিপাক জনিত যেমন- জ্বর, মাংসপেশির অতিরিক্ত তৎপরতা, পুরাতন ডায়রিয়া ও আমাশয় রোগের ক্ষেত্রে সিনকারা খুবই কার্যকর।

এন্টিবায়োটিক কারনে ভিটামিন ঘাটতি-

এন্টিবায়োটিকের ক্ষতিকর প্রভাবে অভ্যন্তরীন ভিটামিন সংশ্লেষণে যে ঘাটতি দেখা দেয় সিনকারা তার প্রতিষেদক হিসাবে কাজ করে।

স্নায়ু চাপ ও তীব্র্র অসুস্থতা-

শ্বাসকষ্ট ও তীব্র্র অসুস্থ শরীরে নানা রকম রাসায়নিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তখন আবশ্যকীয় পুষ্টির সম্পুরকের প্রয়োজনকে অপরিহার্য করে তোলে। এ অবস্থায় সিনকারা খুবই গুরুত্বপূর্ণ সম্পূরক।

পুষ্টি থেরাপিঃ

ক্লিনিক্যাল গবেষণা ও অভিজ্ঞতায় পুষ্টি থেরাপিতে সিনকারা ব্যবহারের সমর্থন পাওয়া যায়। উদাহরণ স্বরূপ-সংক্রামক রোগ, আর্থ্রাইটিস, লিভারের রোগ, অনুপুষ্টি শোষণে ত্রুটিযুক্ত সমস্যা, ক্ষয়রোগ, অস্ত্রোপাচারের পূর্ব ও পরের অবস্থা, ত্বক এবং পাকস্থলী ও আন্ত্রিক রোগ ইত্যাদিতে সিনকারা কার্যকর।

সেবন বিধি

প্রাপ্ত বয়স্কঃ ৬ চা-চামচ দিনে ২ বার চারের পরে সেব্য।
অপ্রাপ্ত বয়স্কঃ ২ চা-চামচ দিনে ২ বার আহারের পর ১ থেকে ৩ মাস পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শমত সেব্য।

পরিবেশনাঃ

এম্বার বোতলে ১০০ মিলি, ২২৫ মিলি ও ৪৫০ মিলি সিরাপ।

No comments:

Powered by Blogger.