Header Ads

Latest news! Latest news! Autoupdate24 Latest news! Latest news!
রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ। এজিএম পদে চাকরি দেবে কাজী ফার্মস। মেঘনা গ্রুপে অফিসার পদে চাকরি। জাগো জবস ঢাকায় চাকরির সুযোগ দেবে বাংলালিংক। অভিজ্ঞতা ছাড়া চাকরি দিচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল। ম্যানেজার পদে চাকরি দেবে এসএমসি।

সিরাপ এলভাসিন ®‌‌‍ (এজায) syrup ALVASIN ®(ejaz)

 

সিরাপ এলভাসিন ®‌‌‍ (এজায)

syrup ALVASIN ® (ejaz)

www.autoupdate24.blogspot.com

ফুসফুস ও শ্বাসতন্ত্রের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধির জন্য অমোষ মহৌষধ।

কার্যকারিতাঃ

শুকনো কাশ, বুকে কফ জমা, শুকনো সর্দি, শ্বাসকষ্ট, ব্ররংকাইটিস, স্বরভঙ্গ, ফুসফুসের দুর্বলতা, হাঁফানী, কন্ঠনালীর প্রদাহ, হুপিং কাশি, বুক ফাঁটা কাশি, ধূম পানের কারনে সৃষ্ট কাশি, নিবারনের সহায়তা করে ও কাকে তরল আকারে বের করে দেয়। ইহা বয়স্ক শিশু উভয়ের জন্য নিরাপদ, অতি্যন্ত সুসহনীয়, এলার্জি ও তন্দ্রাচ্ছন্নতামুক্ত কার্যকারি কাশির ঔষধ।

উপাদানঃ 

প্রতি ৫ মিলিতে আছে-
Adhatoda vasica (বাসক পাতা) ১.০০ গ্রাম
Althaea officinalis (খেত্মি বীজ) ০.০৫ গ্রাম
Cordial dichotoma (সাপেস্তান) ০.২০ গ্রাম
Glycyrrhiza glabra (যষ্টিমধু) ০.০৫ গ্রাম
Malva sylvestris (খোব্বাযী বীজ) ০.০৫ গ্রাম
Nymphaea nouchalli (শাপলা ফুল) ০.০৫ গ্রাম
Centella asiatica (থানকুনি পাতা) ০.০৫ গ্রাম
Cydonia oblonga (বিহি দানা) ০.০৫ গ্রাম
Acacia arabica (আরবী গাম) ০.০২৫ গ্রাম
Cochiospermum (কাতিরা গাম) ০.০২৫ গ্রাম

অন্যন্ন উপাদান পরিমাণমত।


সেবন বিধিঃ

প্রাপ্ত বয়স্কঃ ২-৫ চা চামচ প্রত্যহ ২বার সেব্য।


অপ্রাপ্ত বয়স্কঃ ১-২ চা চামচ প্রত্যহ ২বার সেব্য।
ওষুধটি ৭ থেকে ২১ দিন পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।


পরিবেশনাঃ এম্বার বোতলে ২২৫ মিলি ও ১০০ মিলি সিরাপ।

No comments:

Powered by Blogger.